sawhir@yahoo.com
আমার এক বন্ধু আছে। যার নাম নিশাত এম.বি.এ. কমপ্লিট। তার বাবা হচ্ছে কোটি পতি। সে তার পুরাতন পি-৩ পিসি বিক্রয় করে নতুন একটি পিসি কিনবে। তার পুরাতন পিসি হচ্ছে ৮৫০ মেগাহার্টজ (প্রসেসর)।
এখন বাজেট করেছে ৫০ হাজার টাকায় নতুন পিসি কিনবে। এখন কোর টু ডুও প্রসেসর ২.৪ গিগাহার্টজ এবং মাদার বোর্ড ইনটেল এর জিসিএনএল ৯৪৫ মডেল এর। পুরো পিসির দাম পড়েব ৪৮ হাজার টাকা। আর তার পুরান সিপিইউ এর বিক্রয় মূল্য হচ্ছে ৩ হাজার টাকা। দামের এত পার্থক্য দেখে এক পর্যায়ে আমাকে বলল দোস্ত আমার আগের পিসিটা হলো ৮৫০ এবং বর্তমান পিসি টা হচ্ছ ৯৪৫।
মাত্র ৯৫ এর জন্য এত দাম, বুঝলাম না। আমাদেরকে মনে হয় ঠকাচ্ছে। তখন তাকে ব্যপারটি দোকান দার বুঝিয়ে বললেন। তখন আমার দোস্ত সরমে লাল হয়ে গেল। আমার না দারুন হাসি পাচ্ছিল ওর এই কান্ড দেখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।