ইমরোজ
পিয়ালের ই-মেইল আইডি। কোনদিন ভাবি নাই যে কথাটা একদিন সত্য হয়ে যাবে।
আজকে যা সত্যই হলো। আমার স্কুলের ফ্রেন্ড পিয়াল (জুনায়েদ রহমান পিয়াল) আজ সকাল ১০টার সময় কুয়েট (খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়) এর পুকুরে ডুবে মারা গেছে।
কোনদিন ভাবি নাই যে তার মৃত্যুর খবর আমাকে এভাবে শুনতে হবে।
আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাতার শিখেছিলাম। ও অনেক ভালো সাতার কাটতে পারতো। অথচ কি করে কী হয়ে গেল, লিখতে গিয়ে হাত আটকে যায় অথবা বলতে গিয়ে গলা ভারি হয়ে যাচ্ছে।
সর্বশক্তিমান, আমাদের যে অমোঘ রহস্য দিয়েছেন, যাকে কোন মানুষ কোনদিন জানতে পারেনি, যে জিনিসটা কেউ বুঝতে পারে না, সেই স্বাধীনতা, অথবা অনেক কষ্টের মৃত্যু পিয়ালকে আক্রে ধরলো! এও কী করে সম্ভব?
আজ সব অতীত হয়ে গেছে, তবুও অতীত সুন্দর, তাই তাকে অনেক ভালোবাসি।
(ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)
আমার বন্ধুটির জন্য সবাই ভালোবাসা দিবেন, দোয়া দিবেন...এই কামনাই রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।