আমাদের কথা খুঁজে নিন

   

অনেক দিন পর আবার active হচ্ছি...

মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।

আসলে somewhereinblog এ স্কুল ছাত্র তেমন একটা নেই। আর থাকারও কথা না। আমি,মুন্না আর অল্প কয়েক ছাড়া কেউ তেমন কেউ অংশগ্রহন করে না এই গ্রুপে। আমারতো দুই চোখে খালি স্বপ্ন আর সপ্ন।

আমি ক্যাডেট কলেজ ভাইভা থেকে ফিরে আসার পর এখন মাথায় ভূত চাপসে বাংলাদেশের বিখ্যাত কেউ একজন হতে হবে। বাংলালিঙ্ক একদিন আমাদের নিয়ে বিজ্ঞাপন করবে। এখন আমি কত কি করতেসি। ব্লগ, নগর বালক, স্কুল, কোচিং, স্যার আর কত কি নিয়ে যে ব্যস্ত হয়ে আছি। তবে কিছু একটা তে তো আমাকে বিখ্যাত হতে হবেই।

আমি ইন্টারনেটেই পড়ালেখা করতে চাই। খুব দ্রুত আমারা কিছু স্কুলছাত্র মিলে বাংলাদেশের প্রথম বাংলা students' ফোরাম ছাত্রসভার কাজ শুরু করবো। সেখানে somewhere এর একজন দক্ষ প্রোগ্রামারের পৃষ্ঠপোশকতা পাবো। আমরা বন্ধুরা মিলে সেখানে নানা বিষয়ে আলোচনা করবো। অবশ্যই সেটা হবে আমাদের পড়াশুনা নিয়ে।

পরীক্ষা ও দেওয়া যাবে। এই জন্য আমি somewhere এর একজন দক্ষ প্রোগ্রামারকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পারলে,আমার মার মত অনেকের মা আর তার ছেলেকে কম্পিউটারে বসার জন্য ৬০ মিনিটে ৬০০ বার বকা দিবে না। আর বাংলাদেশের নুতুন প্রজন্ম আরো Advanced হবে। আমরা বাহিরের দেশের দিকে তাকালেই বুঝতে পারি আমরা কত পিছিয়ে।

আমরা পরিকল্পনাও করে ফেলেছি। গ্রীষ্মের ছুটিতে আমরা কাজ শুরু করবো। আর আমি ঘোষনা করছি ছাত্রসভার developer blog আজ থেকে ইশকুল বয় গ্রুপ। এখন কথা হল আমার সাথে কে কে আছেন হাত তুলেন। একটা জরিপ করা দরকার।

এই প্রকল্প বাস্তবায়ন না করতে পারলে আমাকে ইন্টারনেট ছাড়তে হবে। এই পোস্টটি আমাদের নগর বালকে ও পাওয়া যাচ্ছে। http://www.nogorbalok.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.