বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
রুদ্রনৃত্যে মত্ত হবো,প্রাপ্তি যত সব হারাবো,
বিষের বাঁশির রাগ শুনিয়ে করবো পাগলপারা,
তুই যে আমার স্বর্গ-নরক,তুই যে আমার ধরা।
কাব্যগানে ঘুম পারাবো-বর্গী যত আছে,
তাজমহলের রতন জড়ো করবো যে তোর কাছে।
আকাশটাতে কালি ঢেলে করবো রাত্রি কালো,
সেই আধাঁরে হাজার তারায় ফুটবে চাঁদের আলো,
সেই চাঁদেরই জোৎস্না পোহাই সঙ্গে নিয়ে তোকে,
তুই না থাকিস,স্বপ্ন তোরই,ভরবে বাসা বুকে।
সত্যি না হোক ,কল্পনাতেই থাকবি যে মোর পাশে
কল্পনাতে বিভোর দেখে বাস্তবে চাঁদ হাসে।
বাস্তবে তুই নাই বা এলি আমার দ্বারে কভু ,
কল্পনাতেই এসেছিলি ভেবে নেব তবু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।