জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। আমি উদাসীন পথিক কিনবা ভবঘুরে, আমার কি আছে আর কি নাই সেটা ভাবি না আমি কাব্য লিখার ব্যর্থ চেষ্টা করি তবে আমি কবি না, আমি সত্যের সন্ধানে মিথ্যা বুঝি না, আমি সমরেশের নীল নই আমি আকাশের সীমাহীন ভালোবাসার নীলে বিলীন রই, আমি রবি ঠাকুর নই আমার হয়ত শেষের কবিতার অমিতের মত ভালোবাসা নেই, আমি জীবনান্দ নই, আমার নেই কোন বনলতা সেন, আমি জসিম উদ্দিন নই, আমার নেই কোন নকশী কাঁথার মাঠ। আমি সত্যজিত নই, আমার নেই কোন পথের পেঁচালি। আমি মোর্যাত নই আমার নেই কোন মাতাল করা সিম্ফনি। আমি ভিঞ্চি নই, আমার নেই কোন মোনালিসা . . . . . আমার আছে কিছু অর্থহীন অবুঝ আবেগ আর কিছু নিষ্পাপ ভালোবাসা আর তুমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।