জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আজ একটি পত্রিকার শিরোনাম ছিল এরকম ---
সিদ্ধিরগঞ্জে এক টুকরো ইলিশ মাছের জন্য
কাজের মেয়েকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
এক টুকরো ইলিশ মাছ চুরির অপবাদে মৌসুমি (৭) নামে এক কাজের মেয়ের শরীর খুন্তি দিয়ে ঝলসে দিয়েছে পাষণ্ড গৃহকর্ত্রী। নির্মম এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায়। গতকাল রোববার ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এর আগেও একবার গৃহকর্ত্রী তুচ্ছ ঘটনায় মৌসুমীর মাথা ফাটিয়ে দেয় বলে শিশু পরিচারিকা মৌসুমী অভিযোগ করে।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ পাইনাদী ক্লাব এলাকার জনৈক ফোরম্যানের বাড়ীতে স্বামী সন্তানসহ ভাড়া থাকে ব্র্যাক কর্মী আমেনা আক্তার লিপি।
তার স্বামী ছয় মাস পূর্বে তার ৪ বছরের ছেলে সীমান্তকে দেখা শোনার জন্য গ্রামের বাড়ী ময়মনসিংহ থেকে মৌসুমীকে নিয়ে আসে। মৌসুমী সীমান্তকে দেখা শোনার পাশাপাশি ঘরের অন্যান্য কাজও করত। গৃহকর্ত্রী আমেনা ছোটখাট ভুলের জন্য প্রায়ই মৌসুমীকে মারধর করে বলে অভিযোগ করেন পাশ্ববর্তী লোকজন। কয়েকদিন আগে সামান্য ভুলের কারণে মৌসুমীর মাথা ফাটিয়ে দেয় আমেনা। মৌসুমীর কাছ থেকে পুরো কাজ আদায় করলেও তাকে নিয়মিত খাবার দিত না আমেনা।
শনিবার রাতে গৃহকর্ত্রী আমেনা এক টুকরো ইলিশ মাছ চুরির অপবাদে গরম খুন্তি দিয়ে মৌসুমীর শরীরের বিভিন্নস্থানে ছ্যাকা দেয়। এতে মৌসুমীর পিঠ ও বিভিন্নস্থান ঝলসে যায়। গতকাল রোববার মৌসুমীকে ডাক্তারের কাছে না নিয়ে আমেনা তার কর্মস্থলে চলে যায়। পরে মৌসুমী তার ঝলাসানো শরীর প্রতিবেশীদের দেখালে তারা আৎকে উঠেন। প্রতিবেশীরা গৃহকর্ত্রী আমেনার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে উঠে।
পরে বাড়ির মালিকের ছেলে মৌসুমীকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেয়। আমেনা সিদ্ধিরগঞ্জ থানা ব্র্যাকের দাবি শাখার পিও' পদে চাকুরী করে। এ ব্যপারে আমেনার সঙ্গে কথা বলতে ব্র্যাক অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। তার উর্ধ্বতন কর্মকর্তা জানায়, এ রকম ঘটনা ঘটলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমেনার স্বামী রণজিতও একজন ব্র্যাক কর্মী।
রণজিতের গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাকতা দণিপাড়া এলাকায়। মৌসুমীর বাড়ীও রনজিতের বাড়ীর সন্নিকটে। মৌসুমীর পিতার নাম কেরামত আলী।
এই খবরটির প্রেক্ষিতে কয়েকটি সাধারণ প্রশ্ন মনে জেগে ওঠে। ব্রাক একটি সামাজিক উন্নয়ন সংস্থা, যার কাজ দরিদ্র মানুষদের নিয়ে কাজ করা।
সেই ব্রাকের কর্মীর যদি দরিদ্র মানুষের প্রতি কোন দরদ না থাকে, তবে কিভাবে তারা দরিদ্র মানুষের জন্য কাজ করবে ?
মহিলাটির একটি ৪ বছরের সন্তান আছে। আর কাজের মেয়েটির বয়স ৭ বছর। কাজের মেয়েটি তার নিজের সন্তানের চেয়ে মাত্র ৩ বছরের বড়। এই শিশুটিকে অত্যাচার করার সময় তার মাতৃত্ব কি জেগে ওঠে না ?
নারীরা যদি নারী ও শিশুদের উপর অত্যাচার করে, তবে খামোখা কেবল একচেটিয়া পুরুষদের অত্যাচারী হিসেবে চিহ্নিত করা কি ঠিক ? গরম খুন্তির এ ছ্যাকা তো কোন পুরুষ দেয়নি। কত কাল চলবে গরম খুন্তির ছ্যাকা ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।