আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মায় ইলিশ ধরার ছবি ব্লগ দিয়েছিলুম, ইলিশ কম ছিলো বলে অনেকে রাগ করেছেন। আজ দেখাব ইলিশশশশশশশশশশশ!!!!!!!!!!!!!

ইলিশ ধরার ছবি ব্লগ দিয়েছিলুম, ইলিশ কম ছিলো বলে অনেকে রাগ করেছেন। রাগ করে না ভদ্র, তখন ইলিশ কম ধরা পড়ত, তাই দেখাতে পারিনি, এখন খুব ধরা পড়ছে, গিয়েছিলাম এক বড় ভাইয়ের জন্য মাছ কিনতে, আপনাদের আক্ষেপের কথা ভুলিনাই, তাই ছবি তুলে এনেছি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, প্রথমে আগের পর্ব গুলি দেখে নিন, নইলে মজা পাবেন না,,,,,,,,,,,,,,,,,,,, গানটা নামিয়ে শোনেন আর ব্লগ দেখেন, দেখবেন নদীতে ভাসার স্বাদ পাচ্ছেন। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা,,, যা রে,,,,ডাউনলোড পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ১ম পর্ব পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ২য় পর্ব পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান।

শেষ পর্ব পাঠকের আগ্রহের কারনে এক পর্ব বাড়াতে হল। আখেরী পর্ব। খাওয়াতে পারলাম না বলে দুঃখিত,,,,,,,,,,,,, মাছ হাতে আমি, বড়টার ওজন ৮০০ গ্রাম, দাম ৪৫০ টাকা। ছোট গুলি হাকচা দরে কেনা মোট ২৪০ টাকা। জাকির ভাইয়ের কেনা মাছ।

খেপলা জালে মাছ ধরছে জেলে। আহারে ইলিশশশশশশশশশশশশশশশশ অন্য ক্রেতার কেনা ইলিশ আমাদের সেই নৌকা, যেটাতে আমি গিয়েছিলাম ইলিশ শিকারে। আমাদের সেই টোনা জাল। গোধূলীর আলোয় স্নিগ্ধ পদ্মা। জেলেদের থেকে মাছ কিনছে শফি ব্যপারী।

স্থানীয় জেলেরা ইলিশের ভাগা বানাচ্ছে বাড়ী নেওয়ার জন্য। ছোট বাবু, বাবার সাথে এসেছে মাছ কিনতে। ছোট বেলায় আমিও কত গিয়েছিলাম বাবার সাথে মাছ কিনতে, ওফফফফফফফফফ নস্টালজিক হয়ে গেলাম। !!!!!!!!!!!!!!!!!!!! এটা ছেকনা জাল এটা দিয়েও ইলিশ ধরে। রূপালী ইলিশশশশশশম, যেমনি রুপে তেমনি স্বাদে।

দামে মিলছেনা, তাই কিনছি না। ইলিশ ধরার ডিঙি নৌকা। ইলিশ ভাল ধরা পড়ছে তাই খুশির শেষ নেই। এই জেলের থেকে কয়েকটা ইলিশ কিনলাম। ইলিশ বিক্রির টাকা গুনছে।

দুরে,,,,,হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ্ সেতু। ইন্জিন ওভারহলিং করে নৌকায় তোলা হচ্ছে। সন্ধ্যার পর ঘাটে জেলেরা প্রচুর মাছ নিয়ে আসে বিক্রির জন্য। শুরু হয় হাক ডাক সাধারণ ক্রেতা ও ব্যপারীদের মাঝে, ব্যপারীদের বাড়াবাড়িতে সাধারনের মাছ কেনা দায়। হুদাই দাম বাড়িয়ে দেয়।

আমার পরিচিত ছিলো বলে রক্ষা। ঘন্টা খানেক পরপর সব জেলেরা এভাবে এসে টাটকা ইলিশ বিক্রি করে যায়। অবশেষে কিনলাম ইলিশশশশশশশশশশশ,,,ইলিশ হাতে ক্রেতা রুমন। বড়টা ৮০০গ্রাম, ৪৫০ টাকা, ঢাকায় এটার দাম কমকরে হলেও ১২০০ টাকা। ছোটগুলো ২৪০ টাকা।

হাতে নিলেই মুখে হাসি। চলছে ইলিশ কেনাবেচা। ওফফফফ মনে হচ্ছে কাচাই খাওয়া শুরু করি, লোভ সামলানো দায়। বাসায় যদিও ইলিশ রান্না হয়েছে আমাদের জালের গুলো। ইলিশ হাতে ক্রেতা বেজায় খুশি, ইলিশ বলে কথা, আবার তাজা ইলিশ, আবার সস্তায়।

বাড়িতে ফোন করেছে,,,খিচুড়ী রান্না কর, ইলিশ নিয়ে আসছি, নতুন বউতো বেজায় খুশি। আর এই ইলিশ নিয়ে শশুর বাড়ি গেলেতো এক জামাই তিন জামাইয়ের আদর পাবে। এবার নদীতে আমদের বয়স ভুলে যাওয়ার ছবি, সুযোগ পেলেই নাদীতে চলে যাই, বয়সের কথা মনে থাকে না, শুরু করি লাফালাফি। বিদায় বন্ধুরা, জিভে জল চলে আসলে আন্তরিক ভাবে দুঃখিত। এরপর একদিন তাজা ইলিশের ভিডিও দিব, তাজা ইলিশ দেখার ভাগ্য কম মানুষেরই হয়।

আগের পর্ব গুলোর লিংক পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ১ম পর্ব পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ২য় পর্ব পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। শেষ পর্ব  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.