পূর্নিমা চাঁদ যেনো ঝলসানো রুটি
যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে সরকারকে 'অন্যায়ভাবে' চাপ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে তিনি একটি 'মীমাংসিত বিষয়' বলে আখ্যায়িত করেন।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা আমীর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নিজামী বলেন, "একটি মহল যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুর মতো একটি মীমাংসিত বিষয়ে সরকারের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে। "
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে জামায়াত ইসলামীর আমীর বলেন, "তারা অতীতে দুই বার ক্ষমতায় গিয়ে এ মীমাংসিত ইস্যুতে হাত দেওয়া সমীচিন মনে করেনি।
এখন কেন তারা এ ইস্যু নিয়ে হৈ চৈ করে চাপ দিচ্ছে তা সরকারকে বুঝতে হবে। "
স¤প্রতি জামায়াতের আরেক শীর্ষ নেতা সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান "দেশে কোনো যুদ্ধাপরাধী নেই" মন্তব্য করলে দেশে প্রতিবাদের ঝড় ওঠে।
নিজামী এবং কামারুজ্জামানসহ জামায়াতের অনেক নেতার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ রয়েছে।
সংবিধানকে পাশ কাটিয়ে জাতীয় নির্বাচনের বাইরে অন্য কোনো নির্বাচন অনুষ্ঠান করা তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ার-বহির্র্ভূত বলে মন্তব্য করেন জামায়াত প্রধান। তিনি আরও বলেন, "বর্তমান সরকারের ১৬ মাসে দেশ আজ যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে প্রমাণ হয়েছে যে সুষ্ঠুভাবে দেশ চালানোর ক্ষেত্রে নির্বাচিত সরকারের বিকল্প নেই।
"
জাতীয় নারী নীতি সংশোধনে গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশ মেনে নিয়ে ওই নীতির কথিত ইসলাম বিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানান নিজামী।
অন্যান্যের মধ্যে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, মকবুল আহমদ, অধ্যাপক এ কে এম নাজির আহমেদ, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সাংসদ মাওলানা আবদুস সুবহান, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।