আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ......

sabujs@yahoo.com
লালপেড়ে ঐ সাদা শাড়ি মেঘ করেছে চুরি শুভ্র দেহ লাল হয়ে যায় লজ্জাতে যায় মরি তাইনা দেখে ত্রস্ত পায়ে চন্দ্রমুখী মেয়ে কদমবনে মুখ লুকিয়ে আকাশ পানে চেয়ে ----- মেঘের পানে হাত বাড়িয়ে আচঁল ছুঁতে চায় দুষ্টু মেঘের ভেলা ভেসে পূব আকাশে ধায় বাতাস এসে মুচকি হেসে নাড়িয়ে দিয়ে বন মিষ্টি মেয়ের লাজ ভাঙাবে এই করেছে পন । তাইনা দেখে ঝর্না হেসে লুটিয়ে মেয়ের পায় শুভ্র পায়ের শুভ্র ছোঁয়ায় দখিন পানে ধায় খবর পেয়ে সব নদী আর সব সাগরের জল মেঘকে বলে দাও ঢেকে দাও পদ্মপরীর মল বাদল এসে ধুইয়ে দিয়ে মিষ্টি মেয়ের গাও জড়িয়ে শাড়ি বল্ল এবার আমায় বিদায় দাও মিষ্টি হেসে মিষ্টি মেয়ে ছড়িয়ে কালো চুল কদমবনে যায় ঘুমিয়ে খোঁপায় বেঁধে ফুল ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।