"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
নিষিদ্ধ বাগান
অনুনয়ে তেমন অভ্যস্ত নই বলেই- বিনয়ের
সাথে বলেছিলাম, "ভালবাসি"”। রাগে কিংবা
অনুরাগে তুমি ফেরাওনি সেদিন। ভাললাগায়
ভরেছিল মন, সারাক্ষণ। হয়তো কোথাও ভুল
হয়েছিল। তোমাকে ভাল করে জানার সুযোগ
হয়নি আগে।
আর ভালবাসার প্রকাশটাও ছিল
নিতান্তই সাদামাটা। তাই হয়তো বোকার মত
হোঁচট খেয়েছিলাম তোমাকে ভালবেসে। তুমি
হয়তো তারুণ্যের প্রবল উচ্ছাস ভেবে করুণায়
বিগলিত হয়েছিলে প্রচন্ড আবেগে। ভালবাসা
এমনি করেই বুঝি ছুঁয়ে যায় কখনো কারো মন।
ফেরাতে পারবেনা জেনেই হয়তো সরে গেলে
নিভৃতে।
এক তরুণ হৃদয়ের প্রথম ভালবাসার
কলি অযত্নে ঝরে গেল তোমার নিষিদ্ধ বাগানে।
একবার মুখ ফুটে বলতেও পারলেনা, এক মালি
পরম প্রত্যাশায় গোলাপ ফুটিয়েছে সেই বাগানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।