আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাস ছিলাম একসময় B)

আমার ফেসবুক আইডি-facebook.com/phesabukista

যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমি বন্ধু মহলে দূর্দান্ত সন্ত্রাস নামে পরিচিত ছিলাম! এমনকি টিচারদের চোখেও "কোপা সামছু" মার্কা সন্ত্রাস ছিলাম :-\ স্কুলের এমন কোনো স্টুডেন্ট বাদ পরেনি যে আমার মার খায়নি মাস্তানী একটু বেশিই করতাম! :v কারণ আমি ভাবতাম আমিই একমাত্র নায়ক-the hero!আর বাকি সবাই শূন্য-the zero! :v আম্মু এই স্কুলের টিচার বলেই বেশি মাস্তানি করতাম বোধহয়! কিন্তু এরজন্য আম্মুর হাতে কম মার হজম করতে হয়নি :-\ আম্মুর হাতের বেতের মারের চিহ্ন এখনো আমার পশ্চাৎদেশে জ্বলজ্বল করে জ্বলছে!!! আমার নিত্যদিনের রুটিনে তিনবেলা খাওয়া যেমন আবশ্যিক ছিলো,তেমনি মারামারিও আবশ্যিক ছিলো!খাওয়া মিস হতে পারে কিন্তু মারামারি হতে পারবেনা!!! :v এখন বদলে গেছি মোটামুটি। মারামারির মনমানসিকতা প্রায় নেই বললেই চলে। ওই বেস্ট ফ্রেন্ড গুলার সাথে এখন আর যোগাযোগ হয়না। তবে ওরা বন্ধু ছিলো...আছে....এবং থাকবে! দেখা না হলে কি হবে ওদের মন থেকে এখনও ভালোবাসি :-) ওই বয়সটাতে ফিরে যেতে ইচ্ছে করে :-( রঙ্গিন স্বপ্ন দেখার বয়স......সবুজ শার্ট,সাদা প্যান্ট পরে আম্মুর হাত ধরে স্কুলে যাওয়ার বয়স :-( ওই বয়সে ফিরে যাওয়ার ইচ্ছে থাকলেও পারিনা। আমি যে এক নিয়মের শৃঙ্খলে বাঁধা! যে নিয়ম ভাঙ্গার মতো সামর্থ্য মানুষ বা কোনো প্রাণীরই নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.