যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ সোমবার বলেছেন, কেবল রাসায়নিক অস্ত্র হস্তান্তরের মাধ্যমেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মার্কিন হামলা থেকে গা বাঁচাতে পারেন। তবে তিনি এ-ও নিশ্চিত করেছেন, বাশার তা কখনোই করবেন না। রয়টার্স বলছে, হামলা ঠেকাতে সিরীয় সরকার কী করতে পারে বা করা উচিত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কেরি বলেন, ‘আসছে সপ্তাহের মধ্যে তিনি (আসাদ) তাঁর রাসায়নিক অস্ত্রের প্রতিটি কণা বিশ্বসমাজের কাছে হস্তান্তর করুন—কোনো বিলম্ব ছাড়াই সবগুলো পুরোপুরিভাবে হিসাবসহ বুঝিয়ে দিন। কিন্তু তিনি তা কখনোই করবেন না এবং এমনটি হওয়ারও নয়।’ কেরি সত্যিই সিরীয় সরকারকে প্রস্তাব দিচ্ছেন কি না, সেটি তাঁর বক্তব্য থেকে পরিষ্কার জানা যায়নি। তিনি আজ লন্ডনে বিদেশ ও কমনওয়েলথ কার্যালয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। কেরি বলেন, সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র আসাদ, তাঁর ভাই মাহের ও একজন বেনামি সেনাপতির কাছে সংরক্ষিত আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।