রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য একটি বিশেষজ্ঞ দল সিরিয়ায় পৌঁছেছে।
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ বিষয়ক সংস্থা বা ওপিসিডাব্লিউ’র ২০ সদস্যের এ দলটি লেবানন থেকে গতকাল মঙ্গলবার সিরিয়ায় প্রবেশ করে। দলের সদস্যরা রাসায়নিক অস্ত্র নির্মূল বিষয়ক জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করবেন।
সিরিয়ার সরকার এরইমধ্যে তার রাসায়নিক অস্ত্র ও স্থাপনার বিস্তারিত তালিকা দিয়েছে এবং আগামী ৪ অক্টোবরের মধ্যে আরো তালিকা দেয়ার কথা।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর রাশিয়া এবং আমেরিকা এ বিষয়ে এক চুক্তিতে পৌঁছায় যাতে বলা হয়েছে- ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বস করা হবে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয় যাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয়েছে তবে দেশটিতে সামরিক হামলা নিষিদ্ধ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।