আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে বাঙ্গাল, হেকমতে চীন!



আজ দেখছি একে অন্যের দেখাদেখি ব্লগে রেসিপি-র হিড়িক পড়ে গেছে। তা দেখে উপরোক্ত প্রবাদটি মনে পড়ে গেল। আমরা বাঙ্গালী অনেক গর্বে গর্বিত। তবে দোষ একটু আছে, তা হলো, আমরা হুজুগপ্রবন এবং অনুকরণপ্রিয়। আমার এ কথাগুলোকে কেউ দয়া করে ব্যক্তিগত স্পর্ষকাতরতা দিয়ে বিচার করবেন না। বরং, অভিজ্ঞ ও বিদগ্ধ ব্লগার ভাইয়েরা বর্তমান শনৈ শনৈ উর্ধ্বগতিসম্পন দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ জনগনের মোটা ভাত ও মোটা কাপড়ের ন্যূনতম চাহিদার যোগান কিভাবে নিশ্চিত করা যায়, সে সম্পর্কে সুচিন্তিত পরামর্শ দিয়ে কিছু লিখুন। অথবা সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠী সহজলভ্য উপাদান-উপকরণ দিয়ে কিভাবে শ্রেয়তর রসনাতৃপ্তি লাভ করতে পারে, সে সম্পর্কে লিখুন। তাতে, আপনি এক বিপুল জনগোষ্ঠীর দোয়াও পাবেন। পরিশেষে, আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।