আমাদের কথা খুঁজে নিন

   

মনের জমিনে ধুলোর আস্তরণ

সুবোধের কথামালা

সময় যায় সময়ের পথে। আমরা কেবল দাড়িয়ে থাকি্ । কখনো কখনো আমাদের পথচলাই হয় কন্টকাকীর্ণ। আবার কখনো মসৃণ। ব্যাক্তিগত ও পেশাগত ব্যাস্ততা ইদানিং খুব।

আবার ব্লগের অস্থিরতাও আমাকে লিখতে উৎসাহিত করেনি। তবুও কখনো নানাজনের লেখায় নানাভাবে সংহতি, মন্তব্য করবার চেষ্টা করেছি। কিন্তু নিজের লেখা কবিতার বাকি অংশ আজো সংযোযিত করতে পারিনি। ইতেমধ্যে অনেেক নুতন নামে লিখছেন, তাদের স্বাগত জানাই। তবে যারা প্রতিক্রিয়াশীলদের পক্ষে তাদের বাদ দিয়ে।

এস্কিমো, রাশেদ ভাইদের জন্য আমাদের শুভেচ্ছা অফুরন্ত। মুকুল ভাইকে অনেক অভিনন্দন ফিরে আশার জন্য। কারণ তার ভালো ভালো লেখাগুলো মিস করতাম যদি তিনি ফিরে না আসতেন। সবাক ভালো লিখছেন। তার লেখা ভালো লেগেছে।

বিরামহীণ লিখে যাচ্ছেন তিনি। প্রণবতো্ ভালো লিকেনই। ইমন কেও ব্লগের জমিনে স্বাগতম। বিভিন্ন সময়ে মন্তব্য ও পরামশৃ দিয়ে যারা সহস যুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। লিখবো আশাকরি নিয়মিত যদি ভালো পরিবেশ পাই।

কারণ দখলদারিত্বের আস্ফালন দেখলে আর কিছুই ভালো লাগেনা। সেজন্রই লিখিনি এতদিন। অবশ্য আমি অতবড় লেখকও নই। মনের জমিণকে উর্বর করতেই লিখি। যখন দেখি রজাকারদের সাফাই, তাদের পক্ষে তারা, আর সে জমিনে ধুলোর আস্তরণ জমলে দোষ কি তাতে? এখনতো কেবল দহনে পোড়া মানুষের মানচিত্র।

এমন দহণে কেমন করে পড়ে থাকি মুখ থুবড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.