চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
ক্রিং ক্রিং.....ক্রিং ক্রিং
: হ্যালো
: কি রে দুঃখু, কি খবর? মদনা কইতাছি।
: আরে মামু, আমি ফাইন। তুই কই। এটা তো দেশি নাম্বার মনে লয়।
ফরেন থাইক্যা কবে আইলি।
: গত পরশু। এইবার শোন। কালকে আমার বিয়া। রাত ৭:৩০ টায় অনুষ্ঠান।
বাড়িত আইয়্যা পড়িস।
: ব্যাংগ!
: মানে কি?
: ব্যাংগ! ব্যাংগ!!
: হালার পুত, এখনো ব্যাটা শুইধরাইলি না। বিয়া শাদি করুম, কিছু সাজেশন মাজেশন, দিবি তা না খালি সব আউল ফাউল কথা-বার্তা।
: ব্যাংগ! ব্যাংগ!! ব্যাংগ!!!
আমার মাথার মধ্যে কে জানি ব্যাংগ ব্যাংগ কথাটা ঘুরতে লাগল। বাল্যবন্ধু মদনের সংগে কথার সেন্সরশীপ কোন সময়ই মেনটেইন করা হয়না।
: পরথম রাতেই কিন্তু বিড়াল মারবা।
: অহন বিড়াল পামু কই?
: সাধে কি তোরে মদন কই....
বেচারা বুঝতে পারে না। জাগতিক অনেক জিলিপির প্যাঁচ এখনো মদনের কাছে দুর্ভোধ্য।
: ওই ব্যাটা, তোর শালি আছে?
: আপন নাই, তবে আত্মীয় আছে। কেন?
: যা ব্যাটা, তোর বিয়ায় যামুনা।
মাইন্ড খাইছি। আমগো মত ভাদাইম্যা পাবলিকরে কি দিয়ে এন্টারটেইনমেন্ট করবি, কিছু ভাবছস?
ফোনের ঐ পাশে হঠাত নিঃশ্তব্ধতা। বুঝলাম, সত্যিই ভাবতে বসে গেছে। মায়া হলো।
: চিন্তা করিস না।
আমি আসুম নে। টাইম কয়টায় কইলি যেন....
গতকাল আর যাওয়া হলো না। ইচ্ছে করেই যাইনি। মোবাইলটাও বন্ধ করে রেখেছিলাম। আজকাল কারো বিয়েতে তো দূরের কথা কোন অনুষ্ঠানেও যাইনা।
বিরক্ত লাগে। অসামাজিক হয়ে গেছি বলে মনে হয়।
সত্যি বলেতে কি, একাকিত্ব আজকাল খুব এনজয় করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।