ভাল্লাগেনা ভালো নাই,
মনের ভিতর পিন পিনায়।
তুই ছাড়া সব কেমন যানি,
বুকটা খালি চিন চিনায়।
স্মৃতি গুলো মিষ্টি এতো,
চেটে পুটে পিঁপড়া খায়।
তুই ছিলি আর আমি ছিলাম,
আকাশ ভরা জ্যোছনায়।
সময় নাকি স্বপ্ন ছিলো,
অদ্ভুত সেই দিন গুলি।
চলনা আবার এক হয়ে যাই,
মান অভিমান মার গুলি।
নতুন কিছু স্বপ্ন বুনা,
মিষ্টি কিছু স্মৃতির ঝাঁক।
এক সাথে চল বাকিটা পথ,
শুধু হাতে হাত টা রাখ।
বয়শ হলে আমরা দুজন,
ভাববো বসে বারান্দায়।
এটা ওটা কত্ত স্মৃতি,
ছোট্ট সুখের জীবনটায়।
নেই আফসোস সব পেয়েছি,
বলতে পারে কয়জনে।
বলবো কেবল তোকে পেলে,
তোর লাগি মন দিন গুনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।