...... মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুস্থ ব্লগিং করুন ...... ....মুক্তিযোদ্ধার ভেকধারী গালিবাজদের না বলুন...
প্রকৃত লেখকরা সচরাচর রোমান্টিক মনের হয়ে থাকেন । তাদের অনুভুতির প্রকাশ অন্যদের তুলনায় সম্পুর্ন আলাদা ও ভিন্ন ধাচের । স্মরনাতীতকাল থেকে প্রকৃত লেখকের মর্যাদাকে তুচ্ছতাচ্ছিল্য করে আসছে কিছু মানুষরূপী শ্বাপদ, কিছু সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি । .................. লেখকরা সমাজে আলো ছড়িয়ে দেয়ার কাজ করবেন তা তাদের বড় না-পসন্দ্ । .......................
লেখকের সতত সৃষ্টিশীল কাজের বিচারক যদি হয় কোন বিশেষ গ্রুপ ভুক্ত ; কোন রাজনৈতিক দলের লেজুড় বা মুর্খ পন্ডিত তাহলে তাদের কাছ থেকে লেখক মর্যাদাশীল আচরণ আশা করতে পারেন না ।
কারণ সেই বিচারকের এক চক্ষু জন্মান্ধ । ....................... অনাবশ্যক ক্রোধ বা ভুল করেও তা স্বীকার না করা সমাজে মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে ।
...................... জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে কোন লেখককে অপমান করার মধ্যে কল্যাণকর কিছু নেই । প্রকৃত লেখকের অনুভুতিকে মর্যাদা দিন । সব প্রকৃত লেখকই সুন্দরের পূজারী ...................... তিনি থাকেন বোধে.............. তিনি থাকেন সংগ্রামে................।
অগ্রজ কবির উদ্ধৃতি দিয়ে বলি..........কবিকে দিও না দুঃখ..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।