আমাদের কথা খুঁজে নিন

   

শিয়াল



দেখ দেখি একটা শেয়াল করছে হুক্কাহুয়া আরেকটা শেয়াল পাশেরটারে দিল একটা মুয়া অন্য শিয়াল শুরু করে তালের তারি চুয়া। যেই দেখি কুকুর গুলো করল ঘেউ ঘেউ তখন দেখেছি অনেক শিয়ল এখন নাইতো কেউ। শিয়াল পন্ডিত বিড়াল দেখে করে নানান শাসন মুরগী দেখে তাদের আসে রাজনৈতিক ভাষণ। কালো কুকুর সামনে এলে বক্তৃতায় স্লোমশন। তক্তা নিয়ে আসে যদি কেউ সবাই বেজায় ভদ্র লোক।

তখন তারা এতোই ভাল যায়না কোথাও মন্দ চোখ। ছোপ ছোপ দাগ পরারা যখন বসায় পাহাড়া কালো কুকুর খুশিতে হয় ভিষণ আত্ম হারা সবুজ মতো পাখিগুলো কষ্টে থাকে দারুণ ছাই রঙা পাখিগুলোর হয়যে বস্ত্র হরণ। শিয়ালদের খপ্পরে পরে মুরগী মরে যায় কুকুরী এসে বলছে দেখ নিয়ন্ত্রণে সবাই। এমনই হয় মুরগী, বিড়ালের দল আসলেতো দুঃখ ছাড়া নাই যে, কোন ফল বিদ্যা বুদ্ধি যতই থাকুক তারা সুযোগ সন্ধানী তাদের পাশে থাকতে পারা ভীষণ হয়রানি। তাই মুরগীরাসব এক হয়ে আক্রমনের খুঁজছে পথ শেষপর্যন্ত দেখবেই তারা আসছে দেখো বিজয় রথ।

বিজয় রথে চিল শকুনের বিশাল একটা দল এবার বুঝি পাবেই তারা আন্দোলনের বিশাল ফল। বাঁচালো ওরা মুরগী, বিড়াল বাঁচালো আরো অনেককেই তারাই আবার মারছে তাদের তারাই আবার বলছে দেখো এমন কাজটা কাদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।