কেএসআমীন ব্লগ
নির্মলেন্দু গুণের কবিতার মান কেমন আর বাংলা ব্যান্ড সংগীতে জেমসের অবস্থান কোথায়... এটা নিয়ে বক্তব্য রাখা এই পোস্টের মূল লক্ষ্য নয়।
বেশ কিছুদিন আগে নিউইয়র্ক থেকে প্রকাশিত পৃথিবীর সর্ববৃহৎ বাংলা পত্রিকা সাপ্তাহিক ঠিকানা-তে একটি সাক্ষাতকার ছাপা হয়েছিল কবি নির্মলেন্দু গুণের। সিলেটের আখলাক ভাইয়ের সুবাদে পত্রিকাটির দু-একটি সংখ্যা আমার কাছে অনিয়মিতভাবে আসে। প্রতি সপ্তাহে ১০০ পৃষ্ঠারও বেশী এই পত্রিকাটি ট্যাবলয়েড আকারে ছাপা হয়। উত্তর আমেরিকার প্রবাসী বাঙালীদের প্রিয় পত্রিকা এটি।
তো সাক্ষাতকারে নানা প্রশ্নের ফাঁকে কবিকে একটি প্রশ্ন করা হয় ব্যান্ডশিল্পী জেমসকে টেনে। বলা হয়... "কবিতায় নির্মলেন্দু গুণ, সংগীতে জেমস... আপনার মন্তব্য কি?"
প্রশ্ন শুনে কবি কিছুটা বিরক্ত হন বোঝা গেল। উত্তরটা এরকম...
"এই জেমসটা আবার কে?....... (কিছুক্ষণ থেমে....) ও বুঝেছি..... পাগলা ধরনের লম্বা চুলের ঐ ছেলেটা? যাকে টিভিতে দেখেছি চিৎকার করে গাইতে.... কিন্তু কী গায় কিছুই বোঝা যায় না। ঐ ছেলেটার কথা বলছো?"
সাংবাদিক জবাব দেন হ্যাঁ সূচক।
"তোমরা বাবা তার সাথে আমার তুলনা করো না।
তাহলে আমি হেরে যাব"।
কেমন হলো কবির জবাব?
(জেমস ভক্ত ব্লগার রন্টি চৌধুরীর কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক..... আমি এখানে পত্রিকার সাক্ষাতকারের অংশটি প্রায় হুবহু প্রকাশ করলাম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।