আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষবরণের ফাঁকে ফাঁকে



আজ নববর্ষ। আজ বর্ষবরণ। বলতে পার কী হবে আজ! সংখ্যার মিছিলে জোড়া হবে সংখ্যার মুখ। আসে যায় আর বাড়ে বৎসর বেড়ে উঠতে পারি না আমরা। দিনগুলো যদি রয়ে গেল সেই আর সেই বর্ষবরণের আদিখ্যেতায় আর কাজ নেই তবু বৎসরে একাধিকবার আমি উজ্জীবিত হই বর্ষবরণ উৎসবে গান গাই নৃত্য করি স্বপ্ন দেখি একটি সম্পূর্ণ নতুন বর্ষপঞ্জিকার দিন বদলের দিন হল বুঝি শুরু হবে আজ অথবা এবছরই ফাঁকে ফাঁকে শুনি বলছে নাকি মিষ্টি সে মেয়ে, আমিও তোমায় ভালবাসি.. কতো কতো নতুন বর্ষ কতো যে আমি ভেবে রাখি! ১ বৈশাখ,১৪১৫ নওগাঁ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।