আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষবরণের উৎসবে দুবাই সেরা

এবারের বর্ষবরণ উৎসবে আতশবাজির প্রদর্শনীতে সবাইকে ছাড়িয়ে গেল দুবাই। সুশৃঙ্খল প্রদর্শনীতে আতশবাজির সংখ্যায় মরু শহরের মাথায় জুটল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পালক।

গিনেস কর্তৃপক্ষের বক্তব্য, ২০১৪ সালকে আতশবাজির রোশনাইয়ে বরণ করে নিতে ১০ মাস ধরে পরিকল্পনা করেছে দুবাইয়ের পৌর প্রশাসন। চমক লাগিয়ে দিতে ব্যবহার করা হয়েছে হরেক রংয়ের আতশবাজি। সংখ্যা পাঁচ লাখেরও বেশি। দুবাইয়ের ছোট ছোট দ্বীপ ও সমুদ্রতট বরাবর প্রায় ৯৪ কিলোমিটার এলাকায় ৬ মিনিট ধরে চলেছে আতশবাজির রংয়ের খেলা। শুধু তাই নয়, সিডনি ব্রিজের মতো দুবাইও প্রদর্শনীর মূল চমক হিসেবে ব্যবহার করেছিল ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকে। যেভাবে বুর্জ খলিফার দেয়াল থেকে আতশবাজির ঝরনা তৈরি করা হয়েছিল, তাকেও 'অভিনব ও বিশেষ' বলে উল্লেখ করেছে গিনেস কর্তৃপক্ষ। এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।