আমাদের কথা খুঁজে নিন

   

আমার চুলের সিঁথিটা বামদিকে

Sad Cafe

আমার চুলের সিঁথিটা বামদিকে আমার চুলের সিঁথিটা বামদিকে আঁকা আছে - সেখানে স্খলনের মতো শোক বিন্যস্ত হবে এসে , ডানাঝাপ্টানো প্রথার শালিক উড়বে এবার- পালকের গায়ে রোদ আপেক্ষিকতা এইসব নিয়ে তুলাদন্ড ভুলপাশে হেলে রবে। জেগে ওঠা স্খলনের মতো শোক... চুলের সিঁথিটা নিশ্চিতভাবে আমার সিদ্ধান্তহীনতার প্রতিরুপ হয়ে ফুটে আছে কৃষ্ণবনে- অনেক উদাসীনতা ঠোটে নিয়ে যৌথশালিক একদিন সব চাপল্য ভুলে যাবে অলস মাঠ থেকে ওইঋতু আমি তুলে নেবো রৌদ্ররেখা, টেরিকাটা ফসলের সন্তাপ। আন্দালীব ২০০৮, প্রথমার্ধ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।