আমার এই পথ চাওয়াতেই আনন্দ
বিগত পাঁচ বছর ধরে একটা স্বপ্ন লালন করছিলাম মনে মনে। স্বপ্নটা বাস্তব করার জন্য প্রয়োজন ছিল কিছু যোগ্যতা। সেই যোগ্যতার সাধনা করলাম এই পাঁচ পাঁচটি বছর। অর্জনও করেছিলাম, সবই ছিল আমার। তবুও সব হারিয়ে গেল।
একটা মাত্র কারনে তা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি। আমি কোন দল করি না। কোন পক্ষের সাথেই আমার বিরোধ নেই, বরং বলা যায় উভয় পক্ষর প্রসংশাই আমি পেয়েছিলাম অনেক অনেক বার। সকলকেই শ্রদ্ধা করেছি শিক্ষক হিসেবে যতটুকু করা দরকার ততটুকু বা আরো বেশি। তারা এক পক্ষ অন্য পক্ষকে আঘাত করতে অস্ত্র ছুড়ল।
ঘায়েল হলাম আমরা কয়েকজন। এক মূহুর্তও তারা চিন্তা করল না, আমি তাদের ছাত্র।
আমি নিজের ক্যারিয়ার ভাবনা এমন করে সাজিয়ে ছিলাম যেন দেশের কাজে আসতে পারি। সেটা অর্জনের সামর্থ্য ও যোগ্যতা সবই আমার আছে। অথচ ওরা তা হতে দিল না।
ওরা তো দেশের কাজে আসবে না কখনই। ওদের জীবনের লক্ষ্য হয়ত কোন হলের প্রোভস্ট হওয়া অথবা ডীন বা ভিসি হওয়া। কেউ শিক্ষকতার নাম ভাঙ্গিয়ে, কেউ জাতীয়তাবাদের গান গেয়ে, কেউ মুক্তিযুদ্ধকে বিক্রি করে তাদের ধান্ধা চালিয়ে যাচ্ছে। ওদের পাটা-পুতার খেলায় পিষ্ট হচ্ছি আমরা।
ওদের এক পক্ষ এহেন ধ্বংস লীলায় মাতে।
অন্য পক্ষ, সুশীল সেজে চুপচাপ দুঃখ প্রকাশ করে খান্ত হয়। কিন্তু এভাবেই সময় চলে যায়। আমরা কেউ চুপ করে যাই, অথবা কেউ হয়ে যাই ওদেরই মত। হয়ত আমি যোগ দেব চুপ করে থাকা দের দলে, ওদের মত হব না সেটা নিশ্চিত। কিন্তু দুঃখ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কখনো শ্রদ্ধা করতে পারব না।
ধিক্কার ওদের!! এভাবে আর কত দিন!!
স্যারকে একটা কথা বলতে চাই। সামনা সামনি বলতে পারব না। সে তার ক্ষমতা দিয়ে আমাকে শেষ করে দিতে পারে, কারন আমি স্বপ্ন ধারণ করে বেঁচে থাকি। কথাটা হল, "স্যার আপনাকে ও আপনাদের ঘৃণা করি ও করব"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।