© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
সান্দ্রো বতিচেল্লির জীবন ও কর্ম পড়তে পড়তে আনমনা হয়ে চন্দ্রবিন্দুর ভিনদেশী তারা গানটা চালিয়ে দিলাম। হটাৎ কি মনে হলো ব্লগে ঢুকলাম... ভাবলাম লিরিকটা লিখে ফেলি... শুনছি আর লিরিকটা লিখার চেষ্টা করছি.......
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে....
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরী
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মা'য়ের মতই ভাল
আমি একলাটি পথ হাঁটি...
আমার বিশ্রি একতারা
তুমি নাওনা কথা কানে
তোমার কিসের এত তাড়া
রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগে না ধূলো
আমার দু'মুঠো চাল চুলো
...রাখো শরীরে হাত যদি..
এখানে এসে আটকে গেলাম। এতদিন ধরে এই গানটা শুনছি.. কিন্তু এর পরের লাইনটা কখোন বুঝতে পারিনি কি বলে। পাশে একজনকে ডেকে জিজ্ঞেস করলাম পরের লাইনটা কি বলে শুনে বলো তো... বলতে পারে না। ম্যাসেঞ্জারের কয়েকজনকে জিজ্ঞেস করলাম। কেউই জানে না। অবশেষে ভাল একটা হেডফোন কানে লাগিয়ে তিন/চারবার শুনে উদ্ধার করলাম... "আর জল মাখো দুই হাতে.."
আর জল মাখো দুই হাতে..
প্লিজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপ এ-রাতে
একজন আমাকে জিজ্ঞেস করে,
"কি করো?"
বললাম, "গান শুনি আর কাজ করি..."
"কি গান?"
"আমার ভীনদেশী তারা.."
"মন খারাপের গান শুনো কেন?"
মনে মনে ভাবলাম.. 'মন খারাপের গান' বলে কি গানের কোন বিশেষ ক্যাটাগরি আছে? সেই বিশেষ গান শুনে কি আমরা মন খারাপ প্রাকটিস করবো?
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারি....
লিরিক লেখা শেষ হলো... তখনো ভাবছি... কিন্তু বেশীক্ষন ভাবার সময় পেলাম না... বিজনেস পার্টনার ম্যাসেঞ্জারে নক করে একটা কাজ ধরিয়ে দিলো... কাজের ধাক্কায় নয়/ছয় ভাবনাগুলো হারিয়ে গেল....
কিছুক্ষন ব্যস্ত থাকতে হচ্ছে... কোন এক অবসরে আবার অবসরে কি করা যায় তা নিয়ে ভাববো হয়তো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।