আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধার লড়াই এবং আমাদের করণীয়



আমরা, এদেশের মানুষ সবসময় বহুবার প্রমান করেছি আমাদের মনুষ্যত্বের। প্রতিবার আমরা প্রবল আবেগে এগিয়ে গিয়েছি বন্যা-সিডর-জলচ্ছ্বাস-পাহাড়ধ্বস এ বিপন্ন মানুষকে বাঁচানোর জন্য। আমরা ব্লগে নিয়মিত লিখে যাচ্ছি খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আবারো আমরা খুব স্বাভাবিকভাবে এগিয়ে তো আসতেই পারি সেই সব মানুষদের কে বাঁচানোর জন্য! পারি তো? সেটা করতে সবার আগে জানা দরকার আসলে কোন এলাকার মানুষরা সবচে' বেশী আক্রান্ত? আমার জানামতে গ্রাম এলাকায় 'দাদন ব্যবসা' জমজমাট আকার ধারন করেছে। চড়াসূদে দরিদ্র মানুষরা টাকা বা খাদ্য ধার নিচ্ছে।

আমাদের এখানে সাংবাদিক ব্লগার ভাইয়েরা এইসব খবরের ব্যাপারে সাহায্য করতে পারেন। সেই এলাকাগুলো চিহ্নিত করতে, যেখানে মানুষরা আসলেই বাঁচার লড়াইয়ে নেমেছে। কিংবা আপনি/আপনারা আশংকা করছেন কোনো এলাকাকে তেমন বিপাকে পড়ার। সেক্ষেত্রে আগেভাগে সেখানে যাওয়া যায়। এই খবরগুলো আমাদের ব্লগারদের সংগঠিত হতে সাহায্য করত।

এ ব্যাপারে সামহয়্যার ইন এরও সাহায্য লাগতে পারে। আমরা কি একটু আগেভাগে এ বিষয়ে চিন্তা এবং কাজ করতে পারি যেন ঘটনা ঘটে যাবার পর অহেতুক তীব্র-তীক্ষ্ণ যন্ত্রনায় না ভুগি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।