ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে আন্দোলন
বামপাশে ডাষ্টবিন।
যেখানে উচুঁ তলার লোকেরা ফেলে তাদের দামি খাবারের উচ্ছিষ্টাংশ।
নোংরা, ময়লা, বাসি, পচাঁ সেইসব খাবার খেয়েই বেঁেচ থাকতে হয় তাকে।
একটু আলোর আশায় খড়কুটো জড়ো করে সামনে জ্বালিয়েছে আগুন আর অপলক চোখে তাকিয়ে আছে সেই লেলিহান শিখার দিকে। হয়তো ভাবছে, সামনের এ আাগুন তো একটু পরে নিভে যাবে; কিন্তু পেটের ভিতর ক্ষুধার আগুনের যে লেলিহান শিখা জ্বলছে, তা কি এ জনমে নিভবে??!!
এরাওতো এ সমাজের অংশ। আমাদের সমাজপতিরা আর কতকাল নীরবে চোখ বুজে থাকবেন?
আচ্ছা, আমরা কি এ অসহায় ছিন্নমূল মানুষদের কথা একটু ভাবতে পারি না? এদের প্রতি কি আমাদের কোন দায়বদ্ধতা নেই?
না, আমি আর ভাবতে পারছি না; ক্ষুধার আগুনের তীব্র উত্তাপ এলোমেলো করে দিচ্ছে আমার ভাবনা গুলোকে........
( ছবিটি গতকাল সন্ধ্যা পর 'সানমার ওশান সিটি-চট্টগ্রাম'থেকে তোলা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।