আল বিদা
চাল শেষ হয়ে গেছে কিন্তু হাত শেষ হয়নি। অনেক নরনারী এখনও হাহাকার করছে। শেষ বস্তাটা কাকে দেয়া হয়েছে? যদি আমি হতাম তবে কাকে দিতাম? দেশে দুর্ভিক্ষ চলছে তা বুঝতে আমাদের আর কতদিন লাগবে?
হাসিনা - খালেদা মিগ ক্রয়ে দুর্নীতি করছে কিনা জানতে চাইনা। এরকম বড় কাজে কিছু ভাগ পাবে জানা কথা। এখন যারা বিচার করছেন তারা কি নিতেন না? কোন নেতা আর কি করেছেন, কোন ব্যবসায়ী বিদেশে সম্পদ গড়েছেন তাও জানতে চাইনা। শুধু ন্যায্যমূলে চাল, ডাল, আলু আর তেল চাই। এহলেই অন্তত খেয়ে বাচব্।
ছবিতে যে চালের ব্যাগ দেখা যাচ্ছে তার নিচে একটা ফুটা করে দিলেই তো অনেক লোককে চাল দেয়া যেত। একটু ভেবে দেখবেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।