আমি মানুষ, এটাই আমার পরিচয়। বাংলাদেশের ইতিহাসে এমনটা নাই যে রাজনৈতিক দল গুলো মিলেমিশে দেশের স্বার্থে কাজ করে... আমরা যখন ১০ জন মিলে একটা কাজ করি তখন সবার কথা সবার যে মনে ধরে তা না কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা ক্ষুদ্র স্বার্থের কথা ভাবার সময় পাই না... উদ্দেশ্য যখন জনসেবা কিংবা সমাজ সেবা কিংবা দেশ সেবা তখন ব্যাক্তিগত ভিন্নতা এবং কোন্দলের জায়গা কোথায় - অসব নিয়ে ভাবার অবকাশ কই ??? এই সহজ সত্য টা যে আমাদের মাথাওয়ালা রাজনীতিবিদ গণ বুঝেন না যে তা না ... তাদের কাছে দেশ সেবা হল নিজের খেয়ে বনের মোষ তাড়ানো ... তাদের বাপ-দাদা ১৪ গুষ্টির কেনা বাংলাদেশ আর তার জনতা, তাই দেশ ও মানুষ নিয়ে খেলা তাদের জন্মগত অধিকার এবং এই অধিকারে আমরা সাধারন মানুষ গুলোই সত্যের মোহর লাগিয়ে দিয়েছি ... ক্ষমতার এতো লোভ সাথে পয়সার লোভ যেন কয়েক কোটি গুণ বেশি !!! সংসদে বসে কোন দিন তারা দেশের স্বার্থে এক হয়ে কথা বলতে পারেন নি !!! কোনদিন তারা একসাথে দেশের সমস্যা সমাধানের পথ বের করতে ব্যাস্ত থাকেন নি !!! তারা আছেন ব্যাস্ত অন্যের ঝুলিতে হাতড়ে বিষ্ঠা কিংবা মোহর খুঁজার মহৎ কাজে!!! কাঁদা ছুড়াছুড়ি এবং মাখামাখি করতে না পারলে তাদের যোগ্যতা ই যে প্রমাণ হয় না !!! উনারা এত বড় কেন??? কেন উনারা আমাদের মত ছোট হতে পারে না??? তাদের কে ভোট দিয়ে জয়যুক্ত করার কারণ আমি বহুবছর ধরেই খুঁজে পাই না ... ওরা মারামারি আর চুরি করেই তো সব হাসিল করে ফেলে তাহলে আমাদের ভোট নামক নাটকে অংশগ্রহণ করা কেন??? উনারা কি করতে দেশের উচ্চাসনে বিরাজমান ??? উনারা কার বা কাদের জন্য কাজ করেন ??? খুব খারাপ ভাষায় বলতে চাই, ফকিরনি গুলোকে ঐ উচ্চাসন দিয়ে সমস্ত বাংলাদেশ এখন জারজ সন্তানের মতো ই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে !!! মুক্তিযুদ্ধের ত্যাগ ও মহিমা অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে ... তাহলে কেন ফুটা কলসী নিয়ে এতো বাদ্য বাজনা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।