আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা - সংগ্রহ

রাজা

কে ও যুবরাস্য না ? ঢের দিন পর!! তোমার আমলের কোন শালাই এখন আর বেচে নেই এই অধম ছাড়া নরক গুলজার করে একা আমিই বেচে আছি কি করে যে আজও বেচে আছি দেবা ন না জান্তি কিন্তু হয়ে এসেছে বাপ, আমারও হয়ে এসেছে চারিদিকে দেখছ কি বাপধন পূন্যাম, দুর্বিপাক, সব আহামরি জায়গা যে দিক দিয়ে সটকাতে যাবে ঘাড় মটকাবার জন্য হাজির আছে যমদূতেরা জ্যান্ত শিক কাবাব করে ছেড়ে দেবে। মনে নেই রাম, শ্যাম, যদু, মদু তারা অনেক জনা তারাও তাই চেয়েছিল, আজ কোথায় তারা যমদূতের চেলার ডান্ডা খেয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। তোমার আমরা নসীবে সেই একই পরোয়ানা জারি। ........ কিন্তু বন্ধু ডরো মাত, বুক বাধো এগোও......... ভুল থাকলে মাপ কইরা দিয়েন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.