আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন একমুঠো চাল বাঁচাই

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমার স্ত্রী খুব হিসেবী। আমাকে সব সময় জিজ্ঞেস করে সংসার চালাতে আমার কোন সমস্যা হচ্ছে কিনা। পুরুষ বলে কথা। আমি সব সময় নেতিবাচক উত্তর দেই। আসলে সংসার চালাতে যে কষ্ট হচ্ছে সে কথা আমি স্বীকার না করলেও আমার স্ত্রী ঠিকই বুঝতে পেরেছে।

তাই ইদানিং সে সব কিছুতে বেশ মিতব্যয়ী। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সে প্রতিদিন ভাত রান্নার সময় এক মুঠো চাল তুলে রাখে। একদিন হঠাৎ আমি দেখে ফেলায় সে জানায়, এটা নাকি অনেক পুরোনো নিয়ম। গ্রামে গঞ্জে গৃহস্থ বউয়েরা এভাবে শেষ মুহূর্তে এক মুঠো চাল তুলে রাখে।

এভাবে চাল তুলে রাখলে ভাত কম পড়ে না। তবে সঞ্চয় করে রাখা চাল দিয়ে কয়েকদিন চলা যায়। চালের যে দাম বেড়েছে, তাতে করে প্রতি পরিবারে এ রকম এক মুঠো চাল তুলে রাখলে অনেক চালের সাশ্রয় হবে। ফলে সামান্য হলেও উপকার হবে পরিবারের সবার। তবে সরকার যদি নিজেই ভর্তুকি মূল্যে রেশন দেয়া শুরু করে তবে আর চাল তুলে রেখে আমাদের খেতে হবে না।

ব্যবসায়ীরা এদেশে কখনও অতি মুনাফার লোভ ত্যাগ করবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.