আমাদের কথা খুঁজে নিন

   

জানাযা

স্বাগতম!!!

শান্তি কলঙ্কিত করতে অনেক শিল্পই এঁকেছিস চেতনার যৌবনকে গামছা দিয়ে বেঁধে রাখতে কি পেরেছিস? কত ফোঁটা রক্ত মাড়িয়ে কত ফোঁটা তেল নিয়েছিস হিসাবটা কখন ও কি করেছিস? কায়াহীন ছায়ার সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছিস সামর্থ্যের প্রান্ত সীমায় কখন যে দাঁড়িয়েছিস। ভয় টয় দেখিয়ে এত দিন খূবতো মজা লুঠেছিস সে ভয় দেখিয়ে অন্য কেউ সেই স্বাদ নেবনা কেমন করে তা ভেবেছিস? তোর না এত শক্তি দম্ভ উক্তি কেন তোর গালে আচানক টাস টাস চড় খাচ্ছিস? বারে বারে সাজানো মঞ্চে অভিনয় করাবে কাকে ভাবছিস? ডুবন্ত জাহাজে মানুষেরা যে ভাবে ভাসে সে ভাবে তোর বরকন্দাজ ও ভাসবে দেখিস। বিস্তৃতির জনপদে শক্তিহীন হয়ে পড়েছিস শ্রান্ত হয়ে ধ্বংসের সীমায় কখন যে পৌছেছিস। অত এব- আয় তোর জানাযায় ভালো হতো তুই তোর জানাযার পৌরোহিত্য করতে পারিস। মুনিম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.