ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে কিছু ছাগু গ্রুপ আবদুল্লাহ ইবনে উবাইকে "নাস্তিক" বলে প্রচার করছে রাসুল (সাঃ) তার জানাযা পড়ান নি। রাসুল এর সময়কালীন "নাস্তিক্যবাদ" এর প্রচার বলে কোন কিছু ছিলো না। সবাই ছিলো পৌত্তলিক ধর্মের বহু দেবতায় বিশ্বাসী। মানুষ সেখান থেকে ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছিলো। আবদুল্লাহ ইবনে উবাই ছিলো সেইরকম একজন। কিন্তু উহুদের যুদ্ধে তার বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানদের অপূরণীয় ক্ষতি সহ যুদ্ধে হারার অভিজ্ঞতা হয়। ইসলামীক ইতিহাসবিদরা আবদুল্লাহ ইবনে উবাই কে তাই "ভন্ডদের সর্দার" (চীফ অব হিপোক্র্যাট) বলে অভিহিত করেন। এই আবদুল্লাহ ইবনে উবাই এর মৃত্যুর পর কি হয়েছিলো, একটি হাদীসে সেটি বর্ণিত আছেঃ Narrated Ibn 'Umar: When 'Abdullah bin Ubai (the chief of hypocrites) died, his son came to the Prophet and said, "O Allah's Apostle! Please give me your shirt to shroud him in it, offer his funeral prayer and ask for Allah's forgiveness for him." So Allah's Apostle (p.b.u.h) gave his shirt to him and said, "Inform me (When the funeral is ready) so that I may offer the funeral prayer." So, he informed him and when the Prophet intended to offer the funeral prayer, 'Umar took hold of his hand and said, "Has Allah not forbidden you to offer the funeral prayer for the hypocrites? The Prophet said, "I have been given the choice for Allah says: '(It does not avail) Whether you (O Muhammad) ask forgiveness for them (hypocrites), or do not ask for forgiveness for them. Even though you ask for their forgiveness seventy times, Allah will not forgive them. (9.80)" So the Prophet offered the funeral prayer পৌত্তলিক ধর্মের বিশ্বাসী বা অন্য ধর্মের বিশ্বাসীদের ব্যাপারে কোরানে একটি সুরা আছে সুরা আত তাওবা। ব্লগে ইসলাম ধর্ম আর নাস্তিকতা নিয়ে যারা লাফান, সুরাটির তাফসির সহ পড়ার অনুরোধ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।