হৃদয়ের গহিনে
পুষ্পভরা কাননে
সদ্য ফোটা ফুল।
সেই ফুল পেতে
জ্যোৎস্না ভরা রাতে
কত ভ্রমর ব্যাকুল। ।
ফুলের মধুর সুবাসে
একটি ভ্রমর এসে
বসলো ফুলের গায়।
সুগন্ধ বিলিয়ে
পাপড়িগুলি মেলিয়ে
জড়াল ভালবাসায়।
।
ভ্রমরের পরশে
ফুটন্ত ফুল আবেশে
করে নিল আপন।
ফুলের ভালবাসায়
ভ্রমরের মাথায়
জাগলো সুখের স্বপন। ।
ফুলকে নিয়ে ভ্রমর
গড়বে সুখের বাসর
এই ছিল তার কামনা।
অবশেষে ফুল
ভেবে তারে ভুল
ফিরেও আর চাইলো না। ।
এ, আর (আকাশ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।