আমাদের কথা খুঁজে নিন

   

সিংহাসন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কে যেন খুব স্পষ্ট কিন্তু সশব্দে বলে দিল ঠাস করে বুকটা ফেটে গেল এবং সেখানে এখন সিংহাসন আসন পেতেছে কিছু পরিত্রাণের খেয়ালে অনেক হলো বুক পাতা ঘরে, স্বপ্নে, এবং অনেক হলো দেয়া ছাড়পত্রে সবগুলো ফেলেছো হারায়ে, ভেঙেছো হেলায় এইবার এই সিংহাসন কিছু একটা ঘটাবে দেখাবে এই স্থানটুকু ঠিক ফেঁটে যেতে নয় এখানে তেমন কোন চিন্থ নেই কোন ওম সব কিছু সেই জোড়া দেয়া সিংহাসনে তুমিই সারাবেলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।