আমাদের কথা খুঁজে নিন

   

খেলা : আরো একটি মন নিয়ে

সুখীমানুষ

খুব ফুরফুরে মন নিয়ে বারান্দায় গিয়ে দাড়ালাম মন নিয়ে খেলা যে কি আনন্দের আহা কি আনন্দের!! খুশ মেজাজে একটা টানা দিয়ে বসে... আরাম করেই তাহলে বলি... একটু আগে ফোন দিয়ে ছিলাম। বল্লাম হেলু, হেলুরে হেলু... আমি দুষ্টমি করে হেলো কে হেলুই বলি তার সাথে। তার কন্ঠে আজ কোন অহমিকা নাই, নাই কোন আভিজাত্য সপে দেওয়া, মন খারাপ করা কন্ঠে বল্লো...বলো। এরকম কন্ঠের সাথে আমি পরিচিত; এই কন্ঠের নাম- সপে দেওয়া কন্ঠ। মনের সেতারে আনন্দের ঝংকার ওঠলো।

তাহলে আমি পেরেছি! আজ কথায় তার অভিমানের সুর, অজুহাতের সুর এর মানে আমি বুঝি; আগেও বহুবার বুঝেছি। আবারো বুঝতে পারলাম, এই আনন্দে আমি আটখানা। চট করেই আমি দুষ্টমি বাদ দিয়ে সিরিয়াস হয়ে গেলাম! কবে পরীক্ষা, মায়ের শরীর কেমন এইসব খোঁজ নিলাম। আমি জানি তার এখন কি অবস্থা! সে কিছু বলতে পারবেনা কারন আমি টপিক চেঞ্জ করে দিয়েছি সচতুর ভাবে। আমি ফোন রেখে দিলাম অতি ভালো একজন বন্ধু সেজে।

বন্ধু থেকে বেশী কিছু যে আমি না তা কথার সাধারণত্বে আমি বুঝালাম আর মনে মনে তার সময়টা এখন কেমন কাটছে, কি আগুনে সে জ্বলছে তা ভেবে ভেবে অতি মাত্রায় সুখী মন নিয়ে বারান্দায় আসলাম। আহা এত মজা মন নিয়ে খেলায়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.