আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থ কবিতা : আমার কবিতাগুলো প্রতি রাতে ছন্দ হারায়

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

ভিড়ের মধ্যে কত শরীর জানা-অজানায় পাশ কাটিয়ে যাই তোমার ভাইব্রেশন শুধু হৃদ নেটওয়ার্কে ধরা পরে; আমি লিখে চলি বিরামহীন কোন পাঠকের মন জয়ের জন্যে নয় আমার শব্দগুলো বড় লোভী তোমাকে স্পর্শ করবে বলে অক্ষরগুলো অবগাহন করতে চায় তোমার প্রতিটি শিহরনে ; তোমার পদ চিহ্ন ধুলিতেও গভীর আত্মবিশ্বাসের চিহ্ন রেখে যায় বাতাসে তখনও তোমার গমনাগমনের খুশবু ফ্ল্যাশব্যাকে দেখি শীতের সকালে মাটিতে লুটানো শিউলী। হয়ত তুমি শতাধিক চাঁদের কোন সদ্য আবিস্কৃত গ্রহ; এ্যালিয়েনদের পাঠানো দুর্বোদ্ধ সিগন্যাল- ইন্টারপ্রিটেশনে সাড়া ফেলে দেবে নাসা আমি দাবীহীন থাকবো সেদিনও; আমার কবিতাগুলো ব্ল্যাকহোল গ্রাস করবে জেনেও। পুনশ্চ : কিছু লিখবনা লিখবনা করেও একটু হুট করে লিখেছিলাম সারওয়ার চৌধুরীর ব্লগে কমেন্ট করতে গিয়ে; সংরক্ষনের প্রচেষ্টায় নিজের ব্লগে জমা রাখলাম ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.