আমাদের কথা খুঁজে নিন

   

স্বাক্ষর আঁকা সেইসব দিন

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

হাসি, হুঁ পাগল ভাবলে কেউ ভাবুক হাসি মনে মনেই। মানুষ নিজের স্বার্থ রক্ষা করতে যে কোনকিছু করেত পারে। এটা একধরনের অনতিক্রম্য সত্য বলে মনে হয়। আমিও তার ব্যিতক্রম নই হয়তো কিন্তু কূটবুদ্ধিবৃত্তি একটু কম হওয়াতে আমি সব সময় স্বার্থ উদ্ধারে সফল হই না।

ঢুলু ঢুলু চোখে টিভি দেখছিলাম...ওমা! নিজামী গীতা পাসির সাথে বসে কি কি যেন বলছে। একই ভাবে বিউটিনেসের সাথেও কথা বলতে দেখেছি। পুরো আমেরিকা ইহুদি ব্যবসায়ীদের মদদে চলে। ইসরায়েল ফিলিস্তিনকে গোরস্তান বানিয়ে রেখেছে। ইসলাম রক্ষার সোল এজেন্ট জামায়াত সেই আমেরিকার সাথে বসে কথা বলতে কখনো লজ্জাবোধ করে না।

হাহ্, হাহ জামায়াতের ইসলাম! আবজাব ভাবনায় মন কেমন যেন বিষণ্ন হয়ে থাকে। আজকে পিয়ন বলছিলো মশুরের ডালের কেজি না কি ১০৬টাকা। কথা কি সত্যি? আমি তো ইদানিং বাজারে যাই না বলতে পারি না। হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান.....দেশের মানুষের সামগ্রিক দিরদ্রতা কাউকে কাউকে লেখক বানিয়ে তুলেছে; উ আহমেদ এবার বইমেলায় বই লিখেছেন। আহা ক্ষমতায় থাকলে এরশাদও কবি হয়! কত প্রতিভা আমাদের জলপাই ভাইদের, পৃষ্ঠপোষকার অভাবে চাপা পড়েছিলো! কে বলে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে? দেশে সরব দুর্ভিক্ষ চলছে বিশ্বাস কির আর না করি তাতে ক্ষুধার্ত মানুষের কিছু যায় আসে না।

আউলা হয়ে বাউলা নাচতে ইচ্ছে করে। কেন পুরো পাগল হই না? তাহলে মানুষের কষ্ট আমাকে ভাবিত করতো না......সেই কৌতুকের মেতা হতো আমার ভাবনা : : স্যার আমার গতমাসে প্রমোশন হয়েছে। - তা বেশ বেশ। : স্যার আমার ছেলেটাকে স্কুলে দিয়েছি এবার। -তা বেশ বেশ।

: ২০দিন আগে স্যার বাবা মারা গেলেন। এই কাল বাড়ি থেকে এলাম। -তা বেশ বেশ। কেউ আসলে কারও কথা শুনে না ভাবে না, তাই সব ব্যাপারেই ভালো হচ্ছে, এই সরকার বেশ চালাচ্ছে বলে মাথা দুলিয়ে যাচ্ছে "তা বেশ বেশ" বলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।