আমাদের কথা খুঁজে নিন

   

নির্জন স্বাক্ষর

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
রাতের তারার মত একদিন নিরবে অন্ধকারে যাব ঝরে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছ - আমি কাঁদি অনেক ব্যথায়; আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই - ক্ষয়ে যাক জীবন সকল। জীবনের স্বাদ লয়ে জেগে আছ ব্যথা দিতে পার তবুও; হয়ে যায় আকাশের তলে - কত আলো, কত আগুনের ক্ষয়, কতদিন হয়ে গেছে ব্যথিত অতীত - তার কথা কে রাখে মনে? পুরোনো সে তারার দিন শেষ হয়ে যায় - নতুন আশার প্রদীপ জ্বেলে; রাতের তারার মত একদিন নিরবে অন্ধকারে যাব ঝরে, আমার সকল গান তুবও তোমারে লক্ষ্য করে। মূল: জীবনানন্দ দাস (সানী জুবায়ের কর্তৃক কিঞ্চিৎ পরিবর্তীত) গানটি শুনতে চান?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।