টুকরো টুকরো রোদ ভেঙ্গে মেঘ
অনেক বৃষ্টি নিয়ে এল বাতাসে
ভেজা ত্রিভুজের কেন্দ্রে চটকাচটকি
আর জ্ঞান গর্ভের ছিটকে পড়া
হাড় গুলো কামড়ে ধরে সান্ডারা
পোড়ো ইটের গাদা বেয়ে ওঠা
লতার লিকলিকে ফনা ছিড়ে চকচকে অমাবষ্যায়
বিড়ালের রসালো চোঁখ চেটে খাওয়া যায়
পনেরর ভুট্টো ক্ষেত ভেঙ্গে ফেরার সময়
ফ্লুরোসেন্ট মাখা হাঁসি কুড়িয়ে ফেরা
নিলগুলো চোঁখের কাঁজলে মিশিয়ে
রোজ সকালে ঘুম ভাঙ্গে চাপাপড়া ঘাসের
শেকড় খুঁজে পাওয়া কাঁদাখোঁচা শোলর উল্কি খুড়ে
চৈত্রের তৃষ্ণা মেটায় বর্ধিত আসক্তির আগুনে
# লেখতে মন চাই , তাই হচ্ছেনা জেনেও চেষ্টা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।