আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ১৪ও১৫ই মার্চ ১৯৭১ , স্টেট ব্যাংকে কর জমা না দিতে বঙ্গবন্ধুর নির্দেশ ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

গত কাল এই সময়ে ব্লগে এসে ওয়ামীর পোষ্ট টি দেখে লজ্জায় ঘৃণায় কোন মন্তব্য করতে ইচ্ছা করেনি । ইচ্ছা করেনি আমার '' হৃদয়ে মুক্তিযুদ্ধ '' সিরিজটি লিখতে । ভাবলাম কি করে এই পোষ্ট টি প্রথম পাতায় আসতে পারে । ঘৃণা তৈরী হয় সমহোয়ারের প্রতি । ভাবলাম কি হবে এই খানে লিখে ? কিছুক্ষন আগে এক বন্ধু ফোন করে ব্লগের আজকের অবস্হার কথা জানালো ।

তাই আবার ফিরে আসলাম । সবাই কে ধন্যবাদ যারা ঐ পোষ্টয়ের বিরুদ্ধে সোচ্ছার চিলেন । ব্লগ কর্তৃপক্ষকে ও অনেক ধন্যবাদ উপযুক্ত ব্যাবস্হা নেয়ার জন্য । ১৫ মার্চ ১৯৭১ কালো পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু গেলেন ইয়াহিয়ার সঙ্গে দেখা করতেঃ ১৫ই মার্চ ১৯৭১ । একাত্তরের উত্তাল এই দিনে বাংলার অবিসংবাধিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ।

তবে ইয়াহিয়ার ঢাকায় আগমন ছিল গোপনে । বঙ্গবন্ধু তাঁর সাদা গাড়ীতে কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট ভবনে যান ইয়াহিয়া খানের সাথে বৈঠক করতে । বৈঠকে তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্হিত ছিলেন । এ দিন খুলনায় আয়োজিত সমাবেশে ছাত্র সমাজের নেত্রী হাসিনা বানু শিরিন বলেন ,'' স্বাধিকার আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরা ও যুদ্ধ করতে প্রস্তুত ''। এ দিন স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বায়তুল মুকাররম চত্তরে এক সমাবেশ করে ।

এতে বাংলাদেশ রক্ষায় অস্র নিয়ে সব নাগরিক কে প্রস্তুত থাকার আহবান জানানো হয় । আ স ম রব সমাবেশে ঘোষনা করেন ,'' বাংলাদেশ আজ স্বাধীন । আমাদের উপর সামরিক বিধি জারি করার ক্ষমতা কারো নেই । বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলবে ''। ১৬ ই মার্চ ১৯৭১ স্টেট ব্যাংকে কর জমা না দিতে বঙ্গবন্ধুর নির্দেশ ।

১৬ই মার্চ ১৯৭১ , বঙ্গবন্ধুর ডাকা সর্বাত্নক অসহযোগের ১৩তম দিবস । ঢাকা সহ সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ । অন্য দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে চলে ইয়াহিয়ার দ্বিতীয় দিনের মত বৈঠক । আলোচনা শুরুর ঠিক আড়াই ঘন্টা পর বঙ্গবন্ধু বেরিয়ে আসেন । হাতে পাইপ ।

গেটের সামনে দন্ডায়মান দেশি-বিদেশী সাংবাদিকরা নেতার কাছে যানতে চাইলেন ,আলোচনার ফলাফল কী ? বঙ্গবন্ধু জবাব দিলেন , ''কোন মন্তব্য করার সময় এখনো আসেনি , আলোচনা আবার হবে ''। অন্য দিকে এ দিনেই বঙ্গবন্ধু নির্দেশ দিলেন, এখন থেকে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক কেন্দ্রের শুল্ক কর ,আবগারি কর ও বিক্রয়কর গ্রহন করবে । এ সব কর স্টেট ব্যাংক অফ পাকিস্তানে জমা করা যাবে না । এ দিন ঢাকা হাইকোর্ট প্রঙ্গনে অনুষ্টিত হয় আইনজীবিদের সমাবেশ । এতে বলা হয় ,সামরিক আইন তুলে নিয়ে পরিষদের অধিবেশনের আগেই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে আইনগত কোন বাধা নেই ।

একাত্তুরের উত্তাল এই দিনেই বেতার ও টেলিবিশনের শিল্পীরা শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে । উদিচি শিল্প গোষ্টি ও বিভিন্ন স্হানে আয়োজন করে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্টান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।