"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
বাচ্চার কাঁথা সেলাই করতে হবে তাই
আমি শিখি নাই কিভাবে
দিতে হয় কাঁথায় ফোঁড়
শিখেছি শুধু কিভাবে
আঁকতে হয় ভ্রু
দিতে হয় ব্লাশঅন ফেস পাউডার
বাচ্চার কাঁথা সেলাই করতে হবে তাই
বলা যাবে না বাচ্চার বাবাকে
সে সারাদিন অফিসে কাজ করে
বাসায় এসে সে যেন একটু বিশ্রাম নিতে পারে।
বাচ্চার কাঁথা সেলাই করতে হবে তাই
বুয়াকে বললে বুয়া বলে আমার সময় নাই
আমার স্বামী চালায় সারাদিন রিশকা
তাই যাইয়া বাসায় করমু তারে পাঙ্খা
বাচ্চার কাঁথা সেলাই করতে হবে তাই
অনেক ভাবিয়া চিন্তা করিয়া তাই
পাইলাম বাচ্চার দুঃসম্পর্কের মামাকে
যাকে এখন পাওয়া যায় অলিতে গলিতে
যখন করিতাম তাহার সাথে প্রেম
সে দিয়াছিল আমাকে
সেলাই করে রুমাল নিজের হাতে।
এ ছড়াটা আমি রাশু ভাইয়ের ছড়া দেখে অনুপ্রাণিত হয়ে লিখেছি(আম্মাআআ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।