সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
হুজুর! হুজুর আমাকে ক্ষমা করবেন.....!
আমাকে আর দোররা মারবেন না ?
আপনি জানবেন যে, আমি নষ্টা নই!
কলঙ্কিনী নই! আমি সতি; সতিসাধ্যি!!!
তবুও সমাজ আমার কথা শুনেনি! জানতে চায়নি আমার কষ্টার্ঘাত!
বেত্রাঘাতের শাস্তির বিধান করলো আমার......!
মহাজন, মাতবর ও সমাজের নারী-ভূরিরা,
মসজিদ, মন্দির ও গীর্জা প্রধানের নেতারা!
আমার কপালে একে দিল দোররানামার কলঙ্ক!
আমি বলেছি......
হুজুর! হুজুর আমাকে ক্ষমা করবেন.....!
আমাকে আর দোররা মারবেন না ?
আপনি জানবেন যে, আমি নষ্টা নই!
কলঙ্কিনী নই! আমি সতি; সতিসাধ্যি!!!
আমার স্বপ্ন বিবর্চিত আশা ভরসা ভেঙ্গে দিল ওরা!
এখন পঙ্গুত্ব স্বামী, ছেলেপুলের কি হবে...?
আর কি পারবো!
সমাজপতিদের সমাজে মাথাতুলে দাঁড়াতে !
যে আমি নষ্টানামায় দোররা পেয়েছি পুরুস্কার!
আমি বলেছিলাম......
হুজুর! হুজুর আমাকে ক্ষমা করবেন.....!
আমাকে আর দোররা মারবেন না ?
আপনি জানবেন যে, আমি নষ্টা নই!
কলঙ্কিনী নই! আমি সতি; সতিসাধ্যি!!!
আমার রুপ যৌবন কাল হল! দেহখানি কেড়ে নিল ওরা!
অঙ্গে কালি মেখেও রেহাই মেলেনি আমার....;
ওদের কুপ্রস্তাবে রাজী হয়নি ....!
তাই কি আমার অপরাধ !
সেইদিন বিচারশালায় এই বলেছিলাম,
ওরা শোনেনি! বিচারনামায় আমি নষ্টা....!
সেইদিন আমি বলেছিলাম......
হুজুর! হুজুর আমাকে ক্ষমা করবেন.....!
আমাকে আর দোররা মারবেন না ?
আপনি জানবেন যে, আমি নষ্টা নই!
কলঙ্কিনী নই! আমি সতি; সতিসাধ্যি!!!
জ্বলন্ত আগুনের ফুলকি থেকে লোহার দন্ড আমার কপালে
দেওয়া হল ! কি কষ্ট, যেনো আকাশ-পাতাল দ্বিখন্ডিত হল।
মনে হল এর চেয়ে মৃত্যুই কাম্য! কিন্তু না......
মৃত্যুক্ষুধা যে আমাকে পোড়াবে....!
আমার ছেলেপুলে, পঙ্গুত্ব স্বামীর কি হবে ?
আমি বলেছি......
হুজুর! হুজুর আমাকে ক্ষমা করবেন.....!
আমাকে আর দোররা মারবেন না ?
আপনি জানবেন যে, আমি নষ্টা নই!
কলঙ্কিনী নই! আমি সতি; সতিসাধ্যি!!!
আজ আমি সমাজপতিদের সমাজে কীটমাত্র, নষ্টানারী,
বেশ্যা নামের উপাখ্যান!
এর জন্য কে দায়ী.......?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।