আমাদের কথা খুঁজে নিন

   

টুপি

আমার ব্যক্তিগত ব্লগ

কোথাও গেলে যদি আব্বাকে বলি কি আনবো, বলে দেন, ভালো টুপি পেলে এনো। মসজিদে যাবার সময় আব্বা টুপি পরেন। মালয়েশিয়া থেকে যেসব কারীরা ফিরেন সবাই খুব সুন্দর সুন্দর টুপি পরেন। তাই আমি যখন মালয়েশিয়া যাই, আব্বা বলে দিয়েছিলেন টুপি আনতে। এখানে বলে রাখি, আব্বার মাথার সাইজ একটু বড়।

নরমাল টুপি আনলে ছোট হয়। তাই মালয়েশিয়ায় আমি একটু বড় দেখে টুপি কিনলাম। সাদার মধ্যে হালকা নীল কাজ করা। এমনিতে আমার আব্বা-আম্মাকে কিছু কিনে দিয়ে খুশি করা কঠিন। কেন যেন যখনই জানতে পারেন জিনিসটা তার জন্য কেনা হয়েছে, তখনও সেটা আর ভাল মনে হয় না।

যাই হোক টুপি দিলাম আব্বাকে। আব্বার চেহারা দেখে মনে হলো ভাল লেগেছে। হাফ ছেড়ে বাঁচলাম। তারপর খেয়াল করলাম, টুপিটা প্রথম দিন পরলেও পরে আর পরছেন না। হয়তো ভালো বলে তুলে রাখছেন, নতুবা পছন্দ হয় নি, এমন ধারনা করে আর কিছু বলিনি।

কিছুদিন আগে আমার ছোট বোন শেখ া বলল টুপিটা নাকি বেশি বড় হয়েগেছে, মাথা থেকে খুলে যায়, তাই আব্বা পরতে পারেননা..। আমাকে বড় দেখে আনতে বলে এখন নিজেই ধরা খেয়েছেন। একারনে আমাকে আর কিছু বলেন নি। যাহ এটা কেমন হলো? বি: দ্র: ছবিটা সামস পাঠিয়েছিলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.