দলছুট মন
-------------------------------------------
নিঃসঙ্গ মন উড়ে যায় দূরে- অনেক দূরে
যেখানে নেই কেউ
শূন্যতা, শুধুই শূন্যতা- সেখানে ।
উড়ে যায় ডানা মেলে
খসে পড়ে সাদা কালো পালক
নিচে, অনেক নিচে ।
সেখানে অনেকেই আছে
পালক দেখে তারা চিনে ফেলে
এ যে দলছুট মনের পালক
যে কিনা উড়ে গেছে
অসীম দূরে, অজানা কোথাও ।
আর একাকী মন উড়ে যেতেই থাকে
অসীম নির্জনে ।
পালকগুলো -সাদাকালো, পড়তেই থাকে
নিচে, অনেক নিচে
শূন্যে, মহাশূন্যে ।
------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।