আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ৬ই মার্চ ৭১,সবার মনে প্রত্যাশা কখন আসবে স্বাধীনতার ডাক ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

১,২,৩,৪ও ৫ই মার্চ এর দিন পুন্জি এইখানে ৬ই মার্চ ১৯৭১ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বাত্বক অসহযোগ আন্দোলনে উত্তাল সারাদেশ । পুরো দেশ পরিনত হয় মিছিলের দেশ হিসেবে । ''জয় বাংলা - জয় বঙ্গবন্ধু '', ''বীর বাঙ্গালি অস্র ধর বাংলাদেশ স্বাধীন কর '' এই শ্লোগানে মুখরিত হতে থাকে কেন্দ্রিয় শহীদ মিনার, ঢ.বি. ক্যাম্পাস, পল্টন ময়দান আর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ী । সময়ের সাথে সাথে অসহযোগ আন্দোলনের গন্তব্যও স্পষ্ট হচ্ছিল ।

সবার মনে আকাঙ্খা কখন আসবে স্বাধীনতার ডাক । পরের দিন অথ্যাৎ ৭ ই মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু কি ঘোষনা দেন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সারা দেশ। একই সাথে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ও ছিল সেই দিকে । ৭ ই মার্চের ভাষন ঠিক করতে এ দিন বঙ্গবন্ধু মিটিং করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে । পুরুজাতি যখন স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত তখনো বাঙ্গলীর স্বাধীনতার আকাঙ্খাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ইয়াহিয়া খান ।

এ দিন হঠাৎ করে এক রেডিও ভাষনে ২৫শে মার্চ ঢাকায় জাতীয় পরিষদের বৈঠক বসবে বলে ঘোষনা দেন । ইয়াহিয়া পূর্ব পাকিস্হানী মুক্তিকামি জনতাকে ''দুষ্কৃতিকারি'' আখ্যা দিয়ে বলেন , জাতীয় ঐক্য বিনষ্ট হতে দেবোনা , ঐক্য বিনষ্টের যে কোন প্রচেষ্টা সেনাবাহিনি কঠোর হস্তে দমন করবে । কুখ্যাত জেনেরেল টিক্কা খানকে পূর্ব পাকিস্হানের গভর্নর হিসেবে ঘোষনা দেন ইয়াহিয়া । এ ঘোষনার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসে প্রতিবাদি ছাত্র- জনতা । স্বাধীনতার দাবী আরও জোড়ালো ভাবে উঠে আসে ।

বিকেলে বায়তুল মোকাররমের সামনে এক সমাবেশে মাওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকলকে মুক্তিসংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান । এ দিন সাংস্কৃতিক কর্মিরা ও রাজপথে মিছিল করেন । মিছিলে নায়ক রাজ্জাক , নায়িকা কবরি পরিচালক জহির রায়হানসহ জনপ্রিয় ব্যাক্তিরা অংশগ্রহন করেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।