আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ৩রা মার্চ ১৯৭১, ঘোষিত হল স্বধীনতার ইশতেহার ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

২মার্চ১৯৭১ ১মার্চ১৯৭১, ১ মার্চের গনহত্যার প্রতিবাদে আজ সকাল ১১টায় ঢা.বি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । এতে সভাপতিত্ব করেন ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী । সভায় বঙ্গবন্ধু নেতৃত্বের প্রতি পূর্ন আস্হা স্হাপন করে স্বাধীনতা সংগ্রামে জনতার সাথে একাত্বতা ঘোষনা করা হয় । বিক্ষোভে উত্তাল এই দিনে পল্টন ময়দানে অনুষ্টিত হয় ছাত্রলীগের বিশাল জনসভা । লোক উপছে পরে পল্টন ময়দান।

প্রথম দিকে বক্তৃতা করেন ছাত্র লীগ ও শ্রমিক লীগের নেতারা । তাদের জ্বলাময়ী ভাষনে ধ্বনিত হল স্বধীনতার সংকল্প । এরপর মাইকের সামনে আসেন বাঙ্গালীর অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান । জনতার মনের উত্তাপকে প্রশমিত করে অসহিংস আন্দোলনের ডাক দিলেন বঙ্গবন্ধু । স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন ছাত্রলীগের সাধারন সম্পাদক শজাহান সিরাজ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।