আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ২ মার্চ ১৯৭১, স্বধীন বাংলার পতাকা উড়ানোর দিন ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

১মার্চ ১৯৭১ ৭১'র প্রতিবাদ প্রতিরোধর উত্তাল দিন গুলোর ২ মার্চের এই দিনে রাজধানীতে উড়েছিল গাঢ় সবুজের বুকে লাল বৃত্তের আঙিনায় বাংলাদেশের মানচিত্র খচিত স্বধীন বাংলার পাতাকা । একাত্তরের এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অসহযোগ আন্দোলনের ঘোষনা দিয়েছিলেন । রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ঐতিহাসিক জনসভার ঘোষনা ও দেওয়া হয়েছিল এই দিনে । সামরিক শাষক ইয়াহিয়া খান ১ মার্চ পুর্ব নির্ধারিত জাটীয় পরিষদের অধিবেশন স্হগিত করলে আওয়ামী লীগ এই দিনে সারাডেশে হরতাল ডাক দেয় । পাকিস্হানি সামরিক জান্তার পেটোয়া বাহিনীর রক্ত চক্ষু উপেক্ষা করে স্বধীনতার পক্ষে মুহুমুহু শ্লোগানে ফেটে পড়ে লাখো জনতা । পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলা মায়ের দুই দামাল সন্তান । সকাল ১১টায় ররটালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশের ডাক দেয় ছাত্রসমাজ । বিশাল এই সমাবেশে তৎকালীন ছাত্রলীগ নেতা ও ঢাকসুর ভিপি আ স ম আবদুর রব প্রথম স্বধীন বাংলার পাতাকা উত্তোলন করেন যা বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক মাইলফলক হয়ে থকবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।