আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছিল: ড. কামাল হোসেন


পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছিল: ড. কামাল হোসেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধার নামে মানুষকে হাইকোর্ট দেখানো হচ্ছে। আদালতের বিস্তারিত রায়ের অপেক্ষা না করেই সরকার তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী এনে খামোখা একটা বিতর্ক সৃষ্টি করেছে। আর বলা হচ্ছে, আমরা নাকি জেনেশুনে ভুল ব্যাখ্যা করছি। সরকারেরতো আইনমন্ত্রী আছেন। আমাদের বক্তব্যের পাল্টা ব্যাখ্যা থাকলে আমাদের মতো মূর্খদের তিনি ব্যাখ্যা করে বোঝান।

সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণ কমলাপুরে গণফোরামের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গণফোরামের সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার তুলে দিতে হবে, সুপ্রিম কোর্টের রায়ের কোথায় এ কথা বলা হয়েছে, তা সরকারকে বলতে হবে। রায়ে অন্তত আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার মত দেওয়া হয়েছে। যিনি রায় দিয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। আওয়ামী লীগের ১৫ সদস্যের সংসদীয় কমিটিও তত্ত্বাবধায়ক সরকার অপরিবর্তিত রাখার ব্যাপারে একমত হয়েছে।

সরকারের অ্যাটর্নি জেনারেল, আইনজীবীরা এর পক্ষে বলেছেন। তাহলে এটা তুলে দেওয়ার কথা এল কোত্থেকে? ৯০ দিনের মধ্যে নির্বাচন করেন, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্কটা তত্ত্বাবধায়ক নিয়ে। সরকারকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছে তাদের নাম প্রকাশ করুন। আমরা তাদের দেখতে চাই।

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, আমরা যাঁদের ভোট দিয়ে ক্ষমতায় বসালাম তারাই সব বোঝেন, আমরা কিছুই বুঝি না! আমরা সব মূর্খ! এককালে আইন পড়েছি, এখন সব ভুলে গেছি! আমরা কিছু বলতে গেলে তাদের বকাবকি শুনতে হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে কেউ টুঁ-শব্দটি করেনি। নির্বাচনের আগে তারাও বলেনি তত্ত্বাবধায়ক তুলে দেব। তাহলে খামোখা কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে? কেন জাতিকে অহেতুক বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? গণফোরামের দক্ষিণ কমলাপুর শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.