আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার o এবং 1 ছাড়া কিছুই বোঝেনা!!!

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আজকে বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসে আমাদের কম্পিউটার শিক্ষক একটা বিষয় বুঝালেন।

বিষয়টা জেনে আমি একেবারে থ!কম্পিউটার o এবং 1 ছাড়া কিছুই বোঝেনা! শুধুমাত্র কম্পিউটারই নয়। সকল ইলেক্ট্রনিক বস্তু চলে এই oএবং 1 এর উপর। oমানে নাই। আর 1মানে আছে আমাদের শিক্ষক বিষয়টা বুঝাতে ৪টা জিনিসের নাম বললেন। ১) ............ ২) Binary ৩) Octal ৪) ........... কম্পিউটার A B C D @ এগুলো বোঝেনা।

কম্পিউটারের কি-বোর্ডে Aলিখলে সে Aপায়না। সে পায় Aএর মান। ধরি Aএর মান 65। তাহলে কম্পিউটার সেটাকে বের করে কিভাবে? ব্লগে সেভাবে লিখতে না পারায় ছবি দিয়ে দিলাম। ছবিতেই দেখুন।

খুব সম্ভবত আমি যা বুঝলাম তাতে জিরো এবং ওয়ান বাইনারি সংখ্যা। কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া কিছুই বোঝেনা। কম্পিউটার সকল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিনত বা কনভার্ট করে। এবং সেটা করে মুহুর্তের মধ্যে সেটাকে মনিটরে প্রকাশ করে। এটাই কম্পিউটারের এত জটিল কাজ করার মূল।

বাইনারি সংখ্যা সম্পর্কে আরোও জানতে ভিজিট করুন Click This Link অথবা গুগলে সার্চ করুন Binary লিখে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.